728x90 AdSpace

  • Latest News

    তিনিই মুজাদ্দিদে আ’যম! সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার ফিকিরেই উপলব্ধি!

    জ্ঞানসম্পন্ন ব্যক্তিদেরকে এটা বুঝিয়ে দেয়ার প্রয়োজন নেই যে, কোনো একটি শব্দের অর্থ ব্যক্তি বিশেষে ভিন্নতা বাঞ্ছনীয়। যেমন বাঘ শক্তিশালী, অমুক ব্যক্তি শক্তিশালী আবার মহান আল্লাহ পাক তিনি শক্তিশালী।
    মুজাদ্দিদ শব্দটির বহুল প্রচলিত অর্থ হচ্ছে সংস্কারক। সংস্কারক বলতে সাধারন মানুষ উপলব্ধি করে থাকে পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে প্রবেশকৃত বিদয়াত-বেশরা কাজকে যিনি মিটিয়ে দিয়ে থাকেন। সাধারণ মানুষ তাদের ইলম, আক্বল এবং সহীহ সমঝের ঘাটতির কারণে শব্দগত মিল থাকায় মুজাদ্দিদ এবং মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মধ্যে ব্যবধান পার্থক্য করতে পারে না। পূর্ববর্তী যামানার সকল মুজাদ্দিদগণ উনাদের ফতওয়া হচ্ছে কুফরী করলে জিন্দিগীর কোনো নেক আমল অবশিষ্ট থাকে না। প্রতি ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) আবু লাহাবের শাস্তি রহিত করার ঘটনা উপস্থাপন করে মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি সম্মানিত শরীয়ত উনার মাধ্যমে সুস্পষ্টভাবে তাজদীদ মুবারক করলেন যে, কেউ যদি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থাৎ পবিত্র ঈদে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করে খুশি প্রকাশ (فليفرحوا) করে, তাহলে তার এই নেক আমলকে বাতিল (পধহপবষ) করার ক্ষমতা কুফরীর নাই। সুবহানাল্লাহ! পূর্ববর্তী যামানার মুজাদ্দিদগণ উনারা মানুষকে নামায, রোযা, হজ্জ, যাকাতসহ আমলের মধ্যে পাবন্দ করেছেন। আর নামায, রোযা, হজ্জ, যাকাত এই আমলগুলি মহান আল্লাহ পাক উনার নিকট ক্ষেত্র বিশেষ কবুল হতে পারে কিংবা কবুল নাও হতে পারে। আর মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি উল্লেখিত আমলসহ উম্মাহকে শিক্ষা দিয়েছেন পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থাৎ পবিত্র ঈদে মীলাদে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করে খুশি প্রকাশ (فليفرحوا) করা। আর এই খুশি প্রকাশ (فليفرحوا) করা মহান আল্লাহ পাক উনার নিকট এমন মকবুলকৃত আমল এই নেক আমলকে বাতিল (পধহপবষ) করার ক্ষমতা কুফরীর পর্যন্ত নাই। সুবহানল্লাহ! যিনি খালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে মানবজাতি অবশ্যই তোমাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এসেছেন মহান নছীহতস্বরূপ, তোমাদের অন্তরের সকল ব্যাধিসমূহ দূরকারী, মহান হিদায়েতদানকারী ও ঈমানদারদের জন্য মহান রহমত (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনি। হে আমার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন, তোমরা মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান ও রহমত (নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনাকে পেয়ে ঈদ উদযাপন বা খুশি প্রকাশ করো। তোমরা যত আমলই করনা কেন এই ঈদ উদযাপন বা খুশি প্রকাশ করাই হচ্ছে সমগ্র কায়িনাতের জন্য সবচেয়ে বড় ও সর্বোত্তম আমল।” (পবিত্র সূরা ইউনুস শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৭, ৫৮) এখন বলার বিষয় হচ্ছে বিগত শত শত বছর ধরে কত মুজাদ্দিদ উনারা আসলেন কত ইমাম-মুজতাহিদ বিগত হলেন এবং উনারা লক্ষ-লক্ষ কোটি-কোটি বার পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করলেন অথচ উনারা কেউই পবিত্র সূরা ইউনুস শরীফ উনার পবিত্র আয়াত শরীফ ৫৭, ৫৮ শরীফ উনার মধ্যে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ অর্থাৎ পবিত্র ঈদে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করে খুশি প্রকাশ (فليفرحوا) করার বিষয়টি উপলব্ধি করতে পারলেন না । আর মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ (فليفرحوا) করা এই সর্বশ্রেষ্ঠ মকবুলকৃত আমল উনাকে সমস্ত কায়িনাতের মধ্যে অনন্তকালব্যাপী জারি করে দিলেন। সুবহানল্লাহ! সুবহানল্লাহ! সুবহানল্লাহ! পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার ফিকিরের মাধ্যমে উপলব্ধি হয়, ঢাকা রাজারবাগ শরীফ উনার সম্মানিত হযরত মুর্শিদ ক্বিবলা, তিনিই হচ্ছেন হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম। সুবহানল্লাহ! সুবহানল্লাহ! সুবহানল্লাহ!
    http://al-ihsan.net/FullText.aspx?subid=1&textid=12148
    • Blogger Comments
    • Facebook Comments

    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    Item Reviewed: তিনিই মুজাদ্দিদে আ’যম! সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার ফিকিরেই উপলব্ধি! Rating: 5 Reviewed By: Baitul Hikmah
    Scroll to Top